Saturday, November 16, 2019

সিঙ্গারার সাথে পেঁয়াজ দেয়ায় আবেগে কেঁদে দিয়েছে বরিশালের জশিম

বরিশালের জসীম এলাকার দোকানে সিঙ্গারা খেতে গিয়ে এক তুলকালাম কান্ড ঘটে গেলো। পূর্ব পুরুষদের আমলে সিঙ্গারার সাথে পেঁয়াজ দিতো শুনে এলেও সে আসলে সিঙ্গারার সাথে পেপে কুছি খেতে অব্যস্ত ছিল। কিন্তু গত আগামী কাল সে পাশের দোকানে সিঙ্গারা খেতে গিয়ে এক বিশাল তুলকালাম কান্ডে পড়ে গেছে।





সিঙ্গারা দেয়ার পর প্লেটে মহামূল্যবান সবজি পেঁয়াজের একটা টুকরা দেখে আতকে উঠে। পেঁয়াজের টুকরাটি হাতে নিয়ে বার বার দেখছে আর নিজেকে চিমটি কাটছে। আসলে কি সত্যি, নাকি স্বপ্ন দেখছে। এর মধ্য সে আবেগে কেঁদে ফেলে হোটেলের মধ্যই। তার এই আবেগ মাখা কান্না দেখে আশে পাশের সবাই ভিড় জমায় পেয়েজের টুকরাটা এক নজর দেখার জন্য।

ভিড় বেড়ে যাচ্ছে দেখে জসীম তাড়াতাড়ি মহামূল্যবান পেঁয়াজকে সিঙ্গারার সাথে খাওয়ার উদ্দেশ্য কামড় বসায় কিন্তু একি জশিমেরতো ঘুম ভেঙ্গে গেল এবং নিজের আঙ্গুল চেপে ধরে রেখেছে ব্যাথার চোটে। পরক্ষনে জসিম আবিস্কার করে সে যে আবেগের কান্না কেদেছিল স্বপ্নে সেই কান্নায় তার লুঙ্গি ভিজে গেছে।

Monday, August 26, 2019

হুমায়ন আহমেদের কিছু সেরা উক্তি

  • মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ
  • মেয়েরা ব্যাক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না

  • মানব জীবন হলো অপেক্ষার জীবন

  • নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে, কথা যত নোংরা তত মজা

Monday, April 1, 2019

আজ আপনাদের একজন মেধাবী উচ্চশিক্ষিত বেকুবের সাথে পরিচয় করিয়ে দেয়া যাক।

এই উচ্চ শিক্ষিত বেকুবের নাম এমদাদুল হক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকে সিজিপিএ ৩.৮৮ এবং স্নাতকোত্তরে ৩.৯৬ পেয়েছিলেন। এখানেই শেষ নয়, এই মেধাবী বেকুব মেধার স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে খোদ প্রধানমন্ত্রীর হাত থেকে সংগ্রহ করেন সর্বোচ্চ সম্মান ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

Wednesday, March 6, 2019

জালাল উদ্দিন রুমির সেরা ৩০ টি বাণী

রুমিকে একজন কবি, দার্শনিক, ধর্মবেত্তা ও আধ্যাত্মিক গুরু মনে করা হয়। রুমি তের শতকের একজন কবি ছিলেন। তার লেখা ‘মসনবী’ বহুল পঠিত বই। তার কিছু বিখ্যাত পংক্তি এখানে সংকলিত হলো-

Tuesday, March 5, 2019

হার্ট ভালো রাখার জন্য দেবী শেঠির সেরা পরামর্শ

এইতো সম্প্রতি বাংলাদেশে এসে ঘুরে গেছে বিশ্বের সেরা হার্ট সার্জনদের একজন দেবী শেঠি। সেই দেবী শেঠির বিখ্যাত একটি সাক্ষাৎকার আছে যেখানে তিনি খুব ভালো কিছু পরামর্শ দিয়েছে হার্ট ভালো রাখতে। চলুন আসজকে সোশালট্রেন্ডস বিডি থেকে সেটা আমরা তুলে ধরলাম।